ব্যারিষ্টার কুতুব উদ্দিন আহমদ শিকদার জামেয়া আয়েশা সিদ্দিকা পরিদর্শন করলেন

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৬:৪৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০২২ 276 views
শেয়ার করুন

ব্যারিষ্টার কুতুব উদ্দিন আহমদ শিকদার। কওমী পড়ুয়া জেনারেল শিক্ষিত সহজ সরল ও মার্জিত চরিত্রের অধিকারী এক মাওলানা। ১৯৭২ সালে আজাদ দ্বীনী এদারায়ে তালিম বাংলাদেশের অধীনে মারকাজি পরীক্ষায় রানাপিং মাদ্রাসা থেকে মমতাজ পেয়ে উত্তীর্ণ হোন। পরবর্তীতে ব্যক্তিগত চেষ্টায় জেনারেল শিক্ষায় সুনাম ও কৃতিত্বের সাথে লেখাপড়া করে ব্যারিষ্টার হিসাবে নিজেকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে সক্ষম হোন। তিনি বাংলাদেশের কওমী পড়ুয়া প্রথম আলেম; যিনি প্রখর মেধার অধিকারী একজন বিজ্ঞ মুহাক্কিক আলেম হওয়ার পাশাপাশি জেনারেল শিক্ষিত ব্যারিষ্টারও বটে। তিনি আমাদের কানাইঘাটের রত্ম, রাজাগঞ্জের সু সন্তান। গত ১৪ নভেম্বর সোমবার দুপুর ১২ টায় জামেয়া আয়েশা সিদ্দিকা রা. জাহানপুর বালিকা মাদ্রাসা কর্তৃপক্ষের আমন্ত্রনে মাদ্রাসা পরিদর্শনে আসেন। জামেয়া কর্তৃপক্ষ তাকে মেহমান হিসেবে পেয়ে উষ্ণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।

সংবর্ধনার জবাবে তিনি শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান বক্তব্য রাখেন।কুরআন হাদীস ও ফারসি কিতাব সমূহের মুখস্থ উদ্ধৃতিতে ভরপুর তার জালাময়ী বক্তব্যে তিনি তালাবা উলামার ইহকাল ও পরকালে ফজিলত- মর্যাদার কথা অত্যন্ত সাবলীল ভাষায় তুলে ধরেন। মাদ্রাসার মুহতামিম মাওলানা মুখলিসুর রাহমান রাজাগঞ্জী সাহেবের কাছ থেকে মাদ্রাসার বিভিন্ন কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে পেরে আবিভুত হোন এবং মূল্যবান সময় ব্যয় করে মাদ্রাসার বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। অবশেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।